ইন্দোনেশিয়ার সুমাত্রায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে সুনামি আশ্রয়কেন্দ্রের দিক নির্দেশনা। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। এরপর আরও কয়েকবার ভূ-কম্পন অনুভূত হয়।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বল হয়, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় ভোররাত ৩টায় সাগরে এই ভূমিকম্প হলে সুনামি সতর্কতা জারি করা হয়। এর ২ ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

সুমাত্রার পশ্চিম উপকূলে পাদাং শহরের বাসিন্দা বার্তা সংস্থাটিকে জানায়, সুনামির সাইরেন বাজায় সবার মনে আতঙ্ক দেখা দেয়।

পাদাংয়ের অধিবাসী হেনদ্রা বলেন, 'সুনামির সাইরেন শোনা মাত্রই আমরা দৌড়াতে শুরু করি। সঙ্গে শুধু পরিবারের সদস্যরা আছেন। অন্যকিছু সঙ্গে নেওয়ার মতো অবস্থা ছিল না।'

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বার্তায় বলা হয়, ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি হওয়ায় মেনতাবাই দ্বীপের কয়েকটি স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

এতে আরও বলা হয়, মূল ভূমিকম্পের পর পশ্চিম সুমাত্রার তানা বালা দ্বীপে কয়েকবার ভূ-কম্পন অনুভূত হয়। এ কারণে সেখানে সাগরের পানির উচ্চতা ১১ সেন্টিমিটার বেড়ে যায়।

প্রশান্ত মহাসাগরে 'রিং অব ফায়ারে' অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়।

২০০৯ সালে পশ্চিম সুমাত্রা প্রদেশে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হন। আহত হন আরও অনেকে।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

13h ago