কামারপাড়ায় দোকানে বিস্ফোরণ: সবশেষ বেঁচে থাকা শাহিনও চলে গেলেন

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। ওই ঘটনায় দগ্ধ ৮ জনই মারা গেলেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভবন। ফাইল ছবি

রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহিন (২৫) মারা গেছেন। ওই ঘটনায় দগ্ধ ৮ জনই মারা গেলেন।

শুক্রবার রাত ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহিন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন বলেন, 'শাহিনের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। এর আগে ওই আগুনের ঘটনায় ৭ জন মারা গেছেন।'

এর আগে শনিবার রাতে ৩২ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান মাজহারুল ইসলাম, ৭০ শতাংশ দগ্ধ নিয়ে আলম ও ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে নুর হোসেন মারা যান। রোববার রাতে মারা যান ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মিজানুর রহমান, সোমবার রাতে মারা যান ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মাসুম মিয়া, ৭৫ শতাংশ দগ্ধ নিয়ে আলআমিন। মঙ্গলবার রাতে ৮০ শতাংশ দগ্ধ নিয়ে শফিকুল ইসলামের মৃত্যু হয়।

মৃত শাহিনের ভাই আরিফুল ইসলাম জানান, তাদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা থানায়। শাহিন তুরাগ কামারপাড়া এলাকায় থাকতেন।

গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি এলাকায় ভাঙ্গারি দোকান ও রিক্সার গ্যারেজে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

Comments