কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে মো. রিমনের (১৪) মৃত্যু হয়। তার শরীরের ৭৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

রিমনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দীঘল কান্দি এলাকায়। তার বাবার নাম কেরামত আলী।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুড়ে ওই দিনই দুজনের মৃত্যু হয়। আরও দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়।

Comments