কুয়াকাটা সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক যুবক। আজ রোববার দুপুর ১টার দিকে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমেছিলেন তিনি।
নিখোঁজ মাহবুবুর রহমান পারভেজ। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক যুবক। আজ রোববার দুপুর ১টার দিকে সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে গোসলে নেমেছিলেন তিনি।

নিখোঁজ মাহবুবুর রহমান পারভেজ ঢাকার কেরানীগঞ্জের রায়েরবাগ এলাকার আবদুর রহমানের ছেলে। পেশায় তিনি মাদ্রাসা শিক্ষক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছি। এ ছাড়া, সৈকতের বিভিন্ন স্পটে টুরিস্ট পুলিশের সদস্যরা তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।'

পুলিশ ও স্থানীয়রা জানান, কেরানীগঞ্জের রায়েরবাগ থেকে পারভেজসহ ৪ বন্ধু আজ সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা একটি হোটেলে রুম ভাড়া নেন। দুপুর ১টার দিকে সৈকতে গোসলে নামেন তারা। এসময় ঢেউয়ের তোড়ে পারভেজ ও তার বন্ধু আমির সাগরের মধ্যে চলে যান। পরে আশপাশের লোকজন আমিরকে উদ্ধার করতে সক্ষম হলেও পারভেজ নিখোঁজ হন। বর্তমানে টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস ডেইলি স্টারকে বলেন, 'বর্তমানে আমাদের একটি টিম পারভেজকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বরিশাল থেকে রওনা দিয়েছে।'

Comments