সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ ভাইসহ ৩ বাংলাদেশি নিহত

সৌদি আরবে প্রাইভেট কার দুর্ঘটনায় ২ সহোদরসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।
সৌদি প্রবাসী
মো. ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১)। ছবি: সংগৃহীত

সৌদি আরবে প্রাইভেট কার দুর্ঘটনায় ২ সহোদরসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। তারা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন, ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ফারুক খান (২৩) ও মো. পারভেজ (২১) এবং নরহরিপুর গ্রামের আবুল বাশারের ছেলে মো. সাদ্দাম (২১)।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে সৌদি আরবের আল কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক খানের চাচাতো ভাই দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

মো. ফরিদ জানান, ফারুক ৩ বছর আগে ও পারভেজ ৬ মাস আগে সৌদি আরবে যান। সৌদি আরবের তাইফ শহরে তারা অ্যালুমিনিয়াম কারখানায় কাজ করতেন।

আল কাসিম শহর থেকে তাইফ শহরে কাজে যাওয়ার সময় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেসময় প্রাইভেট কারে থাকা ৫ জনের ৩ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝলম দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. আশিকুর হিরণ ডেইলি স্টারকে বলেন, 'ফারুকের মতো সাদ্দামও বছর তিনেক আগে সৌদিতে যান। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'

কুমিল্লা জনশক্তি রপ্তানি অধিদপ্তরের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ দেশে আনতে নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।'

Comments