বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

স্টার অনলাইন গ্রাফিক্স

কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পাওয়ার হাউস হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা মিলন লাল হরিজন (৩৫), সুদর্শ কুমার দেব দিবু (১৬) ও সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার মো. মোবারক (২২)।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, দুপুরে হরিজন কলোনির সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে ৬ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।

আহত আব্দুল্লাহ মিয়া, সানি রায় ও সকাল রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ইউএনও  আরো জানান জানান, সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

IMF sets new loan conditions

Bangladesh must clear dues, hit steep revenue, reserve targets for next tranche

7h ago