চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকাল ৯টায় ও গতকাল বিকেল সাড়ে ৪টায় ওই ২ শিশুর মৃত্যু হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসরাত হোসেন।

পরিবারের বরাত দিয়ে ডা. ইসরাত জানান, আজ সকালে মো. সজিব (১২) নামে এক শিশু বড় পুকুরপাড় এলাকার মসজিদের পুকুরে ডুবে মারা গেছে। সে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা ওসমান গণি ফাজুর ছেলে। পুকুরে পড়ে যাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এখানে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গতকাল বিকেলে মায়িশা (৫) নামে আরেক শিশু বোয়ালখালীর চরণদ্বীপ গ্রামে তার মামার বাসায় গিয়ে পুকুরে পড়ে মারা যায় বলেও জানিয়েছেন ডা. ইসরাত।

Comments

The Daily Star  | English

Matia Chowdhury no more

Awami League presidium member and former minister Matia Chowdhury breathed her last around 12:30pm

16m ago