হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় তিতুমীর কলেজের শিক্ষার্থী নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ওপরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাদিয়া আফরিন উর্মি (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি তিতুমীর কলেজে মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নাজমুল ইসলাম (২৩) নামে আরও ১ জন আহত হন।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
আহত নাজমুল জানান, নিহত উর্মি তার বড় ভাইয়ের শ্যালিকা। ভাই-ভাবির বিবাহবার্ষিকী উপলক্ষ্যে আজ দুটি মোটরসাইকেলে করে তারা ৪ জন ৩০০ ফিটের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে উর্মি গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উর্মিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আব্দুর রাশিদ জানান, তাদের বাড়ি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার কামালপুর গ্রামে। বর্তমানে তারা যাত্রাবাড়ীর ধোলাইপাড় দুনিয়া ক্লাবের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন। উর্মি তিতুমীর কলেজে মার্কেটিংয়ে তৃতীয় বর্ষে পড়তেন। ২ বোনের মধ্যে উর্মি ছিলেন ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, 'উর্মির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত নাজমুলের হাত-পায়ে আঘাত সামান্য আঘাত রয়েছে। জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।'
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন আলী ডেইলি স্টারকে বলেন, 'বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।'
Comments