উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন

রাজধানীর গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জে ‘গ্যাস লিকেজ থেকে’ আগুন, দগ্ধ ৫
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর গুলশান-২ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিটে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে বলেন, '২২ তলা ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। তবে, কারণ এখনো জানা যায়নি।'

উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, 'অষ্টম তলায় লিফটের পাশে আগুন লেগেছে। ওই তলায় মেয়রের ও প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর। তবে তাদের দপ্তরে আগুন ছড়িয়েছে কি না তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Price hike of essentials: Poor, middle class in a tight corner

Harunur Rashid, a retired government employee, was taken aback by the steep price rise of okra at the capital’s Karwan Bazar yesterday.

6h ago