খুলনায় বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

খুলনা শহরের হরিণটানা থানায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাংগা মোড়ে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা শহরের হরিণটানা থানায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাংগা মোড়ে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হরিণটানা থানার রাজবাধ এলাকার মো. মোস্তফার ছেলে বেল্লাল হোসেন (২৫) ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার মো. কাওসারের ছেলে হাফেজ শরিফুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ দ্য ডেইলি স্টারকে জানায়, সাতক্ষীরা থেকে টুংগীপাড়া এক্সপ্রেস বাস খুলনার জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। ২ আরোহীসহ মোটরসাইকেলটি রাজবাদ এলাকা থেকে মেইন রোডে ওঠার সময় দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলে মারা যান।

ঘটনার পর এলাকাবাসী প্রায় ঘণ্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে রাখেন।

হরিণটানা থানার ওসি মো এমদাদুল হক ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে এখনো শনাক্ত যায়নি।'

Comments