শেয়ালের জন্য দেওয়া বৈদ্যুতিক তারে মৃত্যু হলো খামারির

শেয়ালের আক্রমণ থেকে মুরগি বাঁচাতে খামারের পাশে বৈদ্যুতিক তারের ব্যবস্থা করেছিলেন খামারি যতীন্দ্রনাথ বিশ্বাস (৫০)। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।
স্টার অনলাইন গ্রাফিক্স

শেয়ালের আক্রমণ থেকে মুরগি বাঁচাতে খামারের পাশে বৈদ্যুতিক তারের ব্যবস্থা করেছিলেন খামারি যতীন্দ্রনাথ বিশ্বাস (৫০)। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

আজ বুধবার সন্ধ্যায় যশোরের চৌগাছায় উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের উত্তর কয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

যতীন্দ্রনাথ বিশ্বাস উত্তর কয়ারপাড়া গ্রামের বাসিন্দা।

তার বাবা খগেন বিশ্বাস জানান, গ্রামের রাস্তার পাশেই তাদের মুরগির খামার। রাতে শেয়ালের আক্রমণ থেকে মুরগি রক্ষা করতে খামারের বাইরের অংশে বৈদ্যুতিক তার ছড়ানো ছিল। আজ সন্ধ্যায় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন যতীন্দ্রনাথ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Comments