যশোর

ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুট, বিএনপির ২১ নেতাকর্মী বহিষ্কার

স্টার অনলাইন গ্রাফিক্স

খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি।

শুক্রবার যশোর জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বহিষ্কৃত বাকি নেতাকর্মীদের প্রত্যেকেই নাভারণ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের প্রথম সপ্তাহে বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু ও যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি দল উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদামের তালা ভেঙে ৩০০ বস্তা চাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় পদ থেকে এই ২১ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়।

সাবেরুল হক সাবু দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 'বহিষ্কৃত এই ২১ জনের সঙ্গে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার জন্য বিএনপির  নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

14 arrested over attacks, clashes in Gopalganj

At least 14 people have been arrested so far in connection with yesterday’s attack on NCP rally and subsequent clashes with law enforcers

13m ago