নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ইঞ্জিনচালিত নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাখাওয়াত হোসেন চঞ্চল (২৮) জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খোশাল সিকদারকান্দি এলাকার বাসিন্দা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, সাখাওয়াত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মোটরসাইকেল নিয়ে তিনি উপজেলার কাজীরহাট এলাকার মাতৃছায়া স্কুলের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, 'ঘটনার পর থেকে নসিমন চালক পলাতক রয়েছেন। যদি নসিমন চালকের অবহেলা পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Comments

The Daily Star  | English

July 6, 2024: 'Bangla Blockade' announced

Beyond Dhaka, protesters hold the streets with equal resolve

20h ago