খুঁটি বসাতে গিয়ে বাড্ডায় ২ বিদ্যুৎকর্মীর মৃত্যু, আহত ৩

রাজধানীর বাড্ডায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

রাজধানীর বাড্ডায় বিদ্যুতের খুঁটি বসানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই কর্মী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

সোমবার রাত ৮টার দিকে বাড্ডার ১০০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। 

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জুয়েল শিকদার (৩০) ও শহিদুল ফকির (২৫)।

এছাড়া আহত শাকিল (৩২), ইলিয়াছ (৩১) ও রেজাউলকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তাদের ৫ জনকেই প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক শহিদুল ও জুয়েলকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ২ জনের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

মৃত জুয়েল পটুয়াখালী জেলার বাউফল থানার যৌতা গ্রামের আলাউদ্দিন ফকিরের ছেলে এবং শহিদুল একই থানার আদাবাড়িয়া গ্রামের মোতালেব শিকদারের ছেলে। তারা যাত্রাবাড়ী মিরহাজিরবাগ এলাকায় থাকতেন।

শহিদুলের আত্মীয় বাচ্চু শিকদার ডেইলি স্টারকে জানান, শহিদুল সিটি করপোরেশনের তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস করপোরেশনের হয়ে কাজ করতেন। রাতে বিদ্যুতের খুঁটি মাটিতে বসানোর সময় তারের সঙ্গে লেগে শহিদুল ও অন্যরা বিদ্যুৎস্পৃষ্ট হন।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ ডেইলি স্টারকে জানান, ১০০ ফিট এলাকায় বৈদ্যুতিক খুঁটি বসানোর সময় ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয় বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। 

বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments