শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কারখানা শ্রমিকের মৃত্যু

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের বাংলা এ সিপি লিমিটেড নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের ‘ধাওয়া’য় দৌড় দেওয়া লেবু বিক্রেতা কাটা পড়লেন ট্রেনে
স্টার ডিজিটাল গ্রাফিক্স

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুরের বাংলা এ সিপি লিমিটেড নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শ্রমিকের নাম মেহেদুল (২৭)। তিনি পাবনা জেলার আরকান্দি গ্রামের আলী আশরাফের ছেলে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারখানার লোকজনের কাছ থেকে জানা গেছে, বৈদ্যুতিক বাল্ব মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন মেহেদুল। পরে কারখানা কর্তৃপক্ষ ভিকটিমকে মাওনা আল-হেরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান থানার ডিউটি অফিসার আফজাল হোসেন।

Comments