খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের ছাদ ধসে নিহত ২, তদন্ত কমিটি

খাগড়াছড়ি জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে ২ শ্রমিক নিহত ও ৬ জন আহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
ধসে যাওয়া কংক্রিট সরিয়ে উদ্ধার কাজ চলছে। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা পরিষদের সম্প্রসারিত ভবনের নির্মাণাধীন ছাদ ধসে ২ শ্রমিক নিহত ও ৬ জন আহতের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

গতকাল রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ৩ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করে।

জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী আজ রোববার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী এবং খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে।

আগামী ৭ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নিহত দুজনের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা ও আহতদের চিকিৎসা খরচ বহনের ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের ৪ তলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। সেসময় ১৬ শ্রমিক কাজ করছিলেন।

এ ঘটনায় ২ শ্রমিক মো. সাজ্জাদ হোসেন ঘটনাস্থলে এবং সাইফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

Comments