মাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ২ দিন পর ছেলের মরদেহ উদ্ধার

মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার করেছে মুন্সিগঞ্জের গজারিয়া নৌ-পুলিশ।
নিখোঁজ মোহাম্মদ নাঈমকে উদ্ধারে কাজ করছে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার করেছে মুন্সিগঞ্জের গজারিয়া নৌ-পুলিশ।

ঘটনার দুইদিন পর আজ বুধবার দুপুর আড়াইটার দিকে গজারিয়ার হোসেন্দী গ্রামের পাশে মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার নাম মোহাম্মদ নাঈম (২১)।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রিয়াজুল জান্নাত দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় জেলেরা। পরে গজারিয়া নৌ-পুলিশের একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মামা আব্দুল রউফ চোকদারসহ অন্যান্য স্বজনেরা মরদেহ শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত না করার জন্য নিহতের স্বজনরা আবেদন করেছেন।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে ছেলের সঙ্গে ঝগড়া করে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন মা জামেরুন বেগম (৪০)। শরীয়তপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ এম ভি বায়েজিদ জোনায়েদ-১ এ ঘটনাটি ঘটে। মাকে বাঁচাতে তার ছেলেও নদীতে ঝাঁপ দেন। জামেরুন বেগম সাঁতরে তীরে উঠতে পারলেও তার ছেলে নিখোঁজ ছিলেন।

Comments