ঝালকাঠিতে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। 
আহতদের উদ্ধার করে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশাল-ঝালকাঠি-মঠবাড়িয়া সড়কে রাজাপুর সদর উপজেলার সমবায় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাসিন্দা মো. শহীদ খান (৪৫) ও একই উপজেলার গালুয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন (৬০)।

এ দুর্ঘটনায় অটোরিকশা চালক আব্দুর রশিদ (৪৮) গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালগামী ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শহীদ মারা যান। স্থানীয়রা জাহাঙ্গীর ও রশিদকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। 

ওসি পুলক চন্দ্র রায় জানান, দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।

Comments