ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০ 

আহত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
ঝালকাঠিতে নির্বাচনী উঠান বৈঠকে গতকাল হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলার অভিযোগ উঠেছে। এতে চেয়ারম্যান প্রার্থীসহ ২০ জন আহত হয়েছেন।

আহত চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খানের উঠান বৈঠকে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান হামলা করে বলে অভিযোগ আছে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঝালকাঠি সদর উপজেলায় আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

হামলায় আহত সুলতান হোসেন খানের সমর্থক জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস এম রুহুল আমিন জানান, স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়েই তারা মঙ্গলবার বিকেলে কীর্ত্তিপাশা মোড়ে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। সেখানে নেতাকর্মীরা আসতে চাইলে তাদেরকে বাধা দেয় প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমানের লোকজন।

এক পর্যায়ে আরিফুর রহমান সমর্থিত ৬০-৭০ জন কর্মী-সমর্থক লাঠিসোটা ও ধারাল অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। এতে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খান এবং তার কমপক্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে তারা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে তাদেরকে বাধা দেয় হামলাকারীরা। 

এরপর তারা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভর্তি হন। 

অভিযোগের বিষয়ে খান আরিফুর রহমানকে ফোন করা হলেও তিনি কল ধরেননি। 

হামলার ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

4h ago