বরিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ পুলিশ সদস্য আহত

বরিশাল নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয়েছেন মেট্রোপলিটন পুলিশের একটি টহল দলের ৩ সদস্য। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের বহনকারী পিকআপ। 
বরিশাল
স্টার অনলাইন গ্রাফিক্স

বরিশাল নগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত হয়েছেন মেট্রোপলিটন পুলিশের একটি টহল দলের ৩ সদস্য। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আহতদের বহনকারী পিকআপ। 

মঙ্গলবার দুপুরে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা ব্রিজ ঢালে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা মেট্রোপলিটন পুলিশের টহল দলের কনস্টেবল। তারা হলেন- কুদ্দুস (৪০), কাওসার (২৯) ও চায়না (২৪)। 

ঘটনার পর তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য চায়নার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। 

জানা গেছে, বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে পুলিশ সদস্যদের পিকআপে ধাক্কা দেয় ঈগল পরিবহনের একটি বাস। ঘটনার পর বাসটির চালক ইসমাইলকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার একটি টিম নগরের কালিজিরা ব্রিজ এলাকায় টহলে যায়। সেখান থেকে ফেরার পথে ব্রিজের ঢাল ঘুরছিল পিকআপটি। এ সময় ঢাকা থেকে পিরোজপুরগামী ঈগল পরিবহনের বাসটি দ্রুত এসে পুলিশের পিকআপের মাঝ বরাবর ধাক্কা দেয়। এ ঘটনায় আহতরা হাসপাতালে ভর্তি আছেন। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।'

 

Comments