যশোরে কাভার্ডভ্যান চাপায় ফুলচাষী নিহত

রাস্তা পার হওয়ার সময় যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাপায় ফুলচাষী মনু মিয়া (৩৯) নিহত হয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাস্তা পার হওয়ার সময় যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের চাপায় ফুলচাষী মনু মিয়া (৩৯) নিহত হয়েছেন।

আজ শনিবার ভোররাতে উপজেলার গদখালী ফুলের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু মিয়া পুটিয়াপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মনু মিয়া প্রতিদিনের মতো গদখালী বাজারে যান ফুলে বিক্রি করতে। রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নাভারন হাইওয়ে থানার উপ-পরিদর্শক আমিরুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক আছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Comments