৪ ঘণ্টা পর ধামরাইয়ের প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে

ধামরাইয়ের প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

ধামরাইয়ের প্যাকেজিং কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এরশাদ হোসেন বলেন, 'আজ ভোররাত ৪টা ৪৫ মিনিটে ৪তলা ভবনটির ৩তলার প্যাকেজিং কারখানায় আগুন লাগার খবর পাওয়া যায়। এর ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ধামরাই, ডিইপিজেড, জিরাবো ও সাভার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।'

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

 

Comments