এক প্রার্থীর পক্ষে কাজ করছেন ধামরাইয়ের নির্বাচন কর্মকর্তা, অভিযোগ অন্য প্রার্থীর

ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নির্বাচনের প্রার্থী মোহাদ্দেস হোসেন। ছবি: স্টার

ধামরাই উপজেলার নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেস হোসেন। তার অভিযোগ, নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান একজন প্রার্থীর পক্ষ গ্রহণ করেছেন। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।

মোহাদ্দেস হোসেন বলেন, বিভিন্ন স্কুল এবং ব্যাংকের দায়িত্বপ্রাপ্তদের নিয়ে প্রিসাইডিং অফিসারের তালিকা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। তিনি (নির্বাচন কর্মকর্তা) আমার একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আলোচনা করে এই তালিকা করেছেন। তার তৈরি তালিকায় থাকা ব্যক্তিরা প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে না।

তিনি বলেন, 'তালিকার প্রিসাইডিং অফিসারদের সহযোগিতা নিয়ে ভুয়া ভোট, প্রক্সি ভোট ও ঘরে বসে ব্যালট পেপারে সিল মারার পরিকল্পনা করা হচ্ছে। এটা জানতে পেরে আমি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছি।'

তিনি জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রিসাইডিং কর্মকর্তাদের রদবদল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ধামরাইয়ের ইউএনও খান মো. মামুন আব্দুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'চেয়ারম্যান প্রার্থী মোহাদ্দেস হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা তদন্তের জন্য কোনো সময় বেঁধে দেইনি। গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে তদন্ত করা হচ্ছে।'

Comments