জামালপুরে প্রাইভেটকার চাপায় নিহত ১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার চাপায় আব্দুল কুদ্দুস নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাইভেটকার চাপায় আব্দুল কুদ্দুস নামে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো শ ০০-০৪৮৬) একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বেপরোয়া গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর পার্টসের দোকানে ধাক্কা দেয়। সে সময় আব্দুল কুদ্দুস (৬৫) নামে একজন দোকানের সামনে বসেছিলেন। প্রাইভেটকার চাপায় তিনি গুরুতর আহত হন। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

আতাউর রহমান আরও বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। আমরা মালিকের সন্ধান পেয়েছি, চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments