কামরাঙ্গীরচরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে ২ স্কুলশিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর কামরাঙ্গীরচরে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সমর্থনে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ২ স্কুলশিক্ষার্থী।
ফাইল ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সমর্থনে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ২ স্কুলশিক্ষার্থী।

তাদের দুজনেরই বয়স ১৩ বছর। দগ্ধ দুজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে কামরাঙ্গীরচর বড়গ্রাম মেইন রোড গনি মিয়া মসজিদের সংলগ্ন একটি দোতলা বাড়ির ছাদে এই ঘটনা ঘটে।

দগ্ধ আবিরের মা ফাতেমা রহমান মনি জানান, এটি তাদের নিজেদের বাড়ি। একই বাড়িতে ভাড়া থাকেন মাহিনের সকাল ১১টার দিকে দুই বন্ধু বাড়ির ছাদে একটি স্টিলের পাইপের সঙ্গে আর্জেন্টিনার পতাকা টানাতে গেলে ভবনের পাশে বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

বিস্ফোরণের শব্দ শুনে পরিবারের লোকজন দ্রুত ছাদে গিয়ে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন জানান, তাদের মধ্যে একজনের ২ পা ও ডান হাতসহ ৫ শতাংশ ও অন্যজনের শরীরে ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা দুজনই হাসপাতালে ভর্তি।

Comments

The Daily Star  | English

Teesta floods bury arable land in sand, leaving farmers devastated

40 unions across 13 upazilas in Lalmonirhat, Kurigram, Rangpur, Gaibandha, and Nilphamari are part of the Teesta shoal region

1h ago