টেক্সটাইল মিলের গুদামে আগুন, সাড়ে ১০ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি

গাজীপুরের সদর উপজেলায় একটি টেক্সটাইল মিলের গুদামে লাগা আগুন সাড়ে ১০ ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেকটর মো. বেলাল হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত ১২টার দিকে ভবানীপুর এলাকার সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইল মিলস লিমিটেডের তুলার গুদামের আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে গাজীপুর সদর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। তবে সকাল পৌনে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
বেলাল আরও বলেন, অগ্নিকাণ্ডে তথ্য পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করেছিল। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আরও ইউনিট যুক্ত করা হয়। সকাল পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
Comments