নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ ট্রাকচালক নিহত

সড়ক দুর্ঘটনার পরে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। ছবি: স্টার

নরসিংদীর রায়পুরা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এদিন ভোর ৬টার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের মাহমুদাবাদের গ্রামের নামাপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, আবু হাশেম (২১) ও মো. মফিজুল পাটোয়ারী (২৮)। হাশেমের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা গ্রামে। তার বাবার নাম আবদুল আলীম। মফিজুল ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমণ্ডল গ্রামের মোসলেম উদ্দিন পাটোয়ারীর ছেলে।

গত ২ অক্টোবর একই জায়গায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫ জন আহত হন। ইতোমধ্যে এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কের দুপাশের অস্থায়ী সবজি বাজার বন্ধ করে দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাথরবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বিপরীত দিক থেকে টাইলসবোঝাই আরেকটি ট্রাক কিশোরগঞ্জের ভৈরবের উদ্দেশে যাচ্ছিল। নামাপাড়া এলাকায় ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ চালক নিহত হন। গুরুতর আহত হন ট্রাক দুটির চালকের সহকারী। এ ছাড়া, পাথরের নিচে চাপা পড়ে এক পথচারী আহত হয়েছেন।

মোজাম্মেল হক বলেন, আমরা ২ চালকের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, দুজনই তদ্রাচ্ছন্ন ছিলেন। পাথরের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না সেটা উদ্ধার অভিযান শেষে বলা যাবে।

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

1h ago