খুলনায় মোটরসাইকেল চাপায় শিশু নিহত

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার রূপসা উপজেলায় মোটরসাইকেল চাপায় মো. জোবায়ের (৪) নামের এক শিশু নিহত হয়েছে।

বুধবার বিকেলে রূপসা-বাগেরহাট সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জোবায়ের উপজেলার নৈহাটী গ্রামের মাকসুদুল হাসান শাকিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ জানান, জোবায়ের বিকেলে খেলার সময় রাস্তা পার হচ্ছিল। তখন বাগেরহাটের দিক থেকে আসা রূপসাগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জোবায়েরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, 'নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি জানতে পেরে আমরা মোটরসাইকেলটিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছি।'

Comments

The Daily Star  | English

Economy to face challenges in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

2h ago