ফুলবাড়ীতে বাসচাপায় কলেজ শিক্ষক নিহত

হানিফ এন্টারপ্রাইজ
মামুনুর রশিদ বাবু প্রিন্স। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে হানিফ এন্টারপ্রাইজের ঢাকাগামী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের শিক্ষক মামুনুর রশিদ বাবু প্রিন্স নিহত হয়েছেন।

গতকাল রোববার রাত ৮টায় উপজেলার রাঙ্গামাটি মোড়ে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

নিহত মামুনুর রশিদ বাবু আলাদিপুর ইউনিয়নের সিন্দুরহাটা গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদৎ হোসেনের ছেলে।

মামুনুর রশিদ ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগের প্রভাষক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মামুনুর রশিদ বাড়ি থেকে মোটরসাইকেলে ফুলবাড়ী শহরে আসার পথে রাঙ্গামাটি মোড়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা (মেট্রো-ব-১৫-৩৮০৭) ধাক্কায় নিহত হন।

এলাকাবাসীরা মামুনুর রশিদকে আহত অবস্থায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেসময় স্থানীয়রা বাসটি ভাংচুর করে রাস্তায় ব্যারিকেড দেয়।

সংবাদ পেয়ে পুলিশ এসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশ্রাফুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তরের করা হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।'

এজাহারের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Ishraque alleges political obstruction in DSCC mayoral appointment

Announces establishment of 'Mayor's Cell' to monitor service delivery in the city

1h ago