সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিহত নজরুল ইসলাম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা।

পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার প্রভাকরদী এলাকায় এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটেছে।

নিহত নজরুল ইসলাম ভূঁইয়া (৪০) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মৃত সুবেধ আলী ভূঁইয়ার ছেলে। নজরুল নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামসুল আলম জানান, নজরুল ইসলাম বিকেলে এশিয়ান হাইওয়ে হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে অটোরিকশা  চালকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এরপর ওই অটোরিকশাচালক অন্য স্থানীয় অটোরিকশাচালকদের ডেকে এনে তাকে পিটিয়ে হত্যা করে।

চেয়ারম্যান আরও বলেন, 'আমরা বিকেল ৫টার দিকে খবরটি শুনে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।'

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করেছি। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।'

তিনি বলেন, 'আইনি প্রক্রিয়া শেষে মরদেহ সোনারগাঁ থানায় হস্তান্তর করেছি।'

সোনারগাঁও থানার ওসি মো. কামরুজ্জামান কল রিসিভ না করায় তাৎক্ষণিক তার মন্তব্য পাওয়া যায়নি।

Comments

The Daily Star  | English

Price of 12kg LPG cylinders reduced by Tk 19

The prices for LPG cylinders — ranging from 5.5 kg to 45 kg — will be reduced accordingly

1h ago