মিরপুরে এসি বিস্ফোরণ: দগ্ধ গৃহকর্মীর মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে এসি বিস্ফোরণের ঘটনায় হাজেরা বেগমের (৪৫) পর এবার মারা গেলেন গৃহকর্মী আরিয়ান (১৪)।

আজ বুধবার ভোররাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আরিয়ানের শরীরে ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়ে। ওই ঘটনায় ১৭ ডিসেম্বর শনিবার রাতে মারা গেছেন দগ্ধ হাজেরা বেগম। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এর আগে শনিবার ভোররাত ৩টার দিকে ১৩ নম্বর সেকশনের পূর্ব ঈমাননগর খালপাড় টিনশেড বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। ওইদিনই তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

মৃত আরিয়ান কেরানীগঞ্জের আমিরাবাদ এলাকার রেজাউল করিমের ছেলে। মিরপুরের ওই বাসায় থাকতো এবং গৃহকর্মীর কাজ করতো।

মৃত হাজেরা বেগমের স্বামী আব্দুস সালাম জানান, তারা নিজেদের টিনসেড বাড়িটিতে থাকেন। তার স্ত্রী গৃহিণী। আরিয়ান তাদের বাসায় ভাড়া থাকে এবং বাসায় গৃহকর্মী কাজ করে। রাতে তিনি অন্য বাসায় ছিলেন। ভোরবেলা শুনতে পান, বাসায় বিস্ফোরণে তার স্ত্রী ও গৃহকর্মী দগ্ধ হয়েছে। বাসায় এয়ারকন্ডিশন (এসি) থেকে এই বিস্ফোরণ হয়েছে বলে ধারণা তার।

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago