তুরাগ রেলসেতুতে বগি লাইনচ্যুত, ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুরের টঙ্গীর তুরাগ রেলসেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর আপ-লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। 
তুরাগ রেলসেতু
তুরাগ রেলসেতুতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর তুরাগ রেলসেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর আপ-লাইনে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপলাইনে এ ঘটনা ঘটে। এতে ঢাকা থেকে আপ-লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং এই পথে চলাচলকারী ট্রেনের শিডিউলে বিপর্যয় দেখা দেয়। পরে রাত পৌনে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি লাইন থেকে উদ্ধার করা হলে রেল চলাচল স্বাভাবিক হয়। 

টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান। 

তিনি জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেলসেতু পার হওয়ার সময় মাঝামাঝি পৌঁছালে পেছনের দিকের একটি বগির ৬টি চাকা রেলসেতুর ওপর লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি আপ-লাইনের ওপর থামিয়ে দেওয়া হলে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ কিছু প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই তুরাগ নদীর রেলসেতুতে বগি লাইনচ্যুত হয়। 

Comments