২ বার্জ দিয়ে মেঘনায় ডুবে যাওয়া তেলবাহী জাহাজ তোলার চেষ্টা

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজডুবির ৪ দিন পর আজ বৃহস্পতিবার সকাল থেকে ২টি বার্জ দিয়ে তা উদ্ধারের চেষ্টা শুরু করেছে মালিকপক্ষ।
সাগর নন্দিনী-২ জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়া বন্ধে কাজ করছে কোস্টগার্ডের ডুবুরিদল। ছবি: সংগৃহীত

ভোলার মেঘনা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজডুবির ৪ দিন পর আজ বৃহস্পতিবার সকাল থেকে ২টি বার্জ দিয়ে তা উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক আবদুস সালাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালিকপক্ষের হুমায়রা ও জহুর নামের ২টি বার্জ দিয়ে এই ট্যাংকারটি (জাহাজ) দেশীয় পদ্ধতিতে তোলার চেষ্টা করা হচ্ছে।

গত শনিবার চট্টগ্রাম বন্দর থেকে ১১ লাখ লিটার অকটেন ও ডিজেল লোড করে চাঁদপুরের ৫ নম্বর ঘাটের পদ্মা ডিপোর উদ্দেশ্যে রওনা হয় সাগর নন্দিনী-২ নামের জাহাজটি।

রোববার ভোর ৪টার দিকে ভোলার সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীতে পৌঁছালে পিছন দিক থেকে আসা অপর একটি জাহাজ এটিকে ধাক্কা দেয়। এতে তাদের পিছনের ইঞ্জিন রুমের কাছে ছিদ্র হয়ে পানি প্রবেশ করে আংশিক ডুবে যায়। এ সময় তারা চিৎকার করলে একটি বালুবাহী বলগেট তাদের সবাইকে জীবিত উদ্ধার করে।

 

Comments