নাটোরে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে রেলওয়ে গেটে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে রেলওয়ে গেটে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোপালপুরে রেলওয়ে গেটের নারায়ণপুর নামক স্থানে ২ লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। সেসময় ট্রেনে কাটা পড়ে ২ পুরুষ ও ১ নারী মারা গেছেন।'

মৃতরা হলেন, মুনতাজ মাস্টার, জমির উদ্দিন ও সাথী। তারা ৩ জনই লালপুরের বাসিন্দা।

ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলেও জানান মিহির রঞ্জন।

Comments