নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রনেতার ‘হাত ভেঙে দিলেন’ যুবদল নেতা

হামলার শিকার অনিক সরকার। ছবি: সংগৃহীত

নাটোরে অনিক সরকার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে।

গতকাল রোববার সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযোগ, নাটোর পৌর যুবদলের সহসাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার এক সহযোগী অনিককে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ির সামনে মোটরসাকেলে আসা যুবদল নেতা শিপলু ও তার সহযোগী মনি অনিকের ওপর অতর্কিতে হামলা চালান। এসময় তারা পিটিয়ে অনিকের হাত ভেঙে দেন। অনিকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে শিপলুরা পালিয়ে যান।

অনিক বলেন, '১০ নভেম্বর সারাদিন আওয়ামীলীগ বিরোধী অবস্থান কর্মসূচিতে ছিলাম। সন্ধ্যায় রাজবাড়ির সামনে হঠাৎ এসে কোনো কথা না বলে যুবদল নেতা শিপলু ও মনি মরধর শুরু করে।'

কী কারণে এমন ঘটতে পারে জানতে চাইলে অনিক বলেন, 'শিপলু আমাদের এলাকারই। আমার প্রতি যদি তার কোনো ক্ষোভ থাকত, তাহলে সে নিজেই আমাকে বলতে পারত। আমি এখন হাসপাতালে আছি। থানায় গিয়ে অভিযোগ দেবো।'

এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আরেক অভিযুক্ত মনি বলেন, 'ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ওঠাবসা করত। সে সময় অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল সে। আজ আমাদের বড় ভাই (শিপলু) তাকে দেখে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করে। এস সময় সে তর্ক করলে তাকে থাপড় দেওয়া হয়। এর বাইরে কিছু না।'

জানতে চাইলে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, 'বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা থানায় এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়ে গেছে। আগামীকাল তারা লিখিত অভিযোগ দেবে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।'

Comments

The Daily Star  | English

Wait for justice: 21 years and counting

The final judgment in the cases is now pending with the Appellate Division as trial proceedings have been completed at the lower court and HC Division

11h ago