ট্রেনে কাটা পড়ে রেলের টিকিট বুকিং সহকারীর মৃত্যু

প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলের টিকিট বুকিং সহকারী মারা গেছেন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে হিলির ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত বুকিং সহকারী নয়ন বাবুর বাড়ি হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। 

চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস টেনে কাটা পড়েন তিনি।

হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়ন বাবু তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে স্টেশন থেকে হেঁটে নিজ বাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় ফিরছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ডেইলি স্টারকে জানান, নয়নের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, গতকাল দিনাজপুরের পার্বতীপুরে তিলাই নদীর উপর রেল সেতুতে ট্রেনে কাটা পরে দাদি ও নাতনির মৃত্যু হয়। 

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

6h ago