ডিম পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, স্বাস্থ্য কর্মকর্তাসহ আহত ৫

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ডিম পাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন সরকার ।

আহতরা হলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থ-পরিচালক মো. নিয়াজুর রহমান (৫২), স্ত্রীর জেনেফা রহমান নাসরিন (৪৮), ছেলে পার্থিব রহমান (২১), মেয়ে ফাইরুজ নাফিয়া (২১) ও গাড়ির চালক মো. নূর নবী (৪২)।

পুলিশ ও থানচি ফায়ার সার্ভিস জানায়, স্বাস্থ্য কর্মকর্তা তার পরিবারের সদস্যদের নিয়ে থানচি হতে আলীকদম যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন তাদের নিজস্ব গাড়িচালক। পথে ডিম পাহাড়ে ১৮ কিলোমিটার নামের একটি জায়গায় পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ ফুট পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এতে চালকসহ সবাই আহত হন।

ওসি জানান, আহতদের আলীকদম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Comments