টাঙ্গাইলে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি ট্রাকের চালক ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জলিলের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বনগাঁও হতিগ্রামে। তার বাবার নাম মো. আজবার আলী।
সাজ্জাদ বলেন, 'সকাল ৬টার দিকে উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টাঙ্গাইল-ময়মসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৩ জন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় জানা যায়নি।'
'দুর্ঘটনাস্থলে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, সিমেন্টবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা এলেঙ্গাগামী আরেকটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচালকের মৃত্যু হয়,' বলেন সাজ্জাদ।
Comments