পাবনা

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষার্থীর মৃত্যু

দুর্ঘটনা
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

পাবনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১ জন। 

আজ মঙ্গলবার ভোরে পাবনা-সাঁথিয়া সড়কের বোয়ালমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের বাসিন্দা রুবেল হোসেন (২২) । তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। নিহত অপরজন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ একই গ্রামের যুবরাজ (১৬)।

স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার ভোরে পাবনা শহর থেকে একটি মোটরসাইকেলে ৩ জন বাড়ি ফিরছিলেন। পথে সাঁথিয়া বাজারের বোয়ালমারী মোড় পার হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি স' মিলের কাঠের স্তূপে পড়ে যায়।'  

পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

ওসি আরও বলেন, 'বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।'

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

5h ago