দিনভর গোলাগুলির পর তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে শূন্যরেখায় বুধবার দিনভর গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। 
নাইক্ষ্যংছড়ি উপজেলায় তুমব্রু সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পে বিকেলে আগুন লাগে। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে শূন্যরেখায় বুধবার দিনভর গোলাগুলির পর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। 

বুধবার বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্যাম্পের শতাধিক ঘর পুড়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা পাশের তুমব্রু বাজারে আশ্রয় নেন। ছবি: সংগৃহীত

নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা দ্য ডেইলি স্টারকে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পাশের তুমব্রু বাজারে আশ্রয় নিয়েছেন। প্রশাসন তাদের ক্যাম্পে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

তবে এ ঘটনায় হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।

এর আগে বুধবার ভোর থেকে তুমব্রু সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ রোহিঙ্গা নিহত হন।

 

Comments