গুলশানে ভবনে আগুনের সূত্রপাত লিফট থেকে: ফায়ার সার্ভিস ডিজি

‘এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে।’
গুলশানে ১২তলা ভবনটিতে আগুন লাগে। ছবি: পলাশ খান/স্টার

ঢাকার গুলশান এলাকার ১২তলা ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল লিফটের শর্টসার্কিট থেকে।

আজ সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, ওই লিফটের শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে।'

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, 'ভবনটির অভ্যন্তরীণ সজ্জার বেশিরভাগেই একই ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এটিও কারণ হতে পারে।'

ফায়ার সার্ভিস এখনো এই ঘটনার তদন্ত করছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'এ বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত জানা যাবে।'

গতকাল সন্ধ্যা ৭টার দিকে ওই ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু ও ৮ জন আহত হন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় রাত ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments