যশোর

ক্রসিংয়ের গেট খোলা, ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত ২

ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যাওয়ায় যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

লেভেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় যশোরের অভয়নগর উপজেলায় পণ্যবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় ২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রাকে ধাক্কা দিলে এর ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপর পালিয়ে যান গেটম্যান। 

যশোরের রেল কর্তৃপক্ষ বলছে, গ্রামীণফোনের নেটওয়ার্ক বন্ধ থাকায় ট্রেন আসার খবর পাননি লেভেল ক্রসিংয়ের গেটম্যান। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ট্রেনটি সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভাঙ্গাগেট লেভেল ক্রসিং পার হচ্ছিল। এদিকে লেভেল ক্রসিংয়ের গেট খোলা দেখে যশোর থেকে খুলনাগামী একটি ট্রাক ক্রসিংয়ে উঠে পড়ে। 

তখন ট্রেন ওই ক্রসিংয়ে চলে আসে এবং ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ অবস্থায় ট্রাকের চালক সুমন হোসেন (২৫) ও চালকের সহকারী (২৩) ট্রাক থেকে দ্রুত নামতে গিয়ে আহত হন।

তবে সাগরদাঁড়ি এক্সপ্রেসও বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।  

এ ঘটনার পরপরই যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে বিকেলের দিকে স্বাভাবিক হয় যান চলাচল ।

যশোর রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী মাহাবুব হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সাধারণত গ্রামীণফোনের নেটওয়ার্কের মাধ্যমে বার্তা পাঠানো হয় লেভেল ক্রসিংয়ে গেটম্যানের কাছে। কিন্তু ওই সময় নেটওয়ার্কে সমস্যা থাকায় গেটম্যান বার্তা পাননি। ট্রেনটি লেভেল ক্রসিংয়ের কাছাকাছি এলে গেটটি আটকাতে চেষ্টা করে ব্যর্থ হন গেটম্যান।'

এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।
 

Comments

The Daily Star  | English

White smoke signals Catholic Church has new pope

White smoke rose from the Sistine Chapel and the bells of St. Peter's rang out on Thursday, signalling that cardinals have elected a new pope to succeed Pope Francis and take charge of the Roman Catholic Church

6m ago