বনানীতে ট্রেনের ধাক্কায় সাবেক ব্যাংকারের মৃত্যু

রাজধানীর বনানী রেলগেট সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় সিকান্দার আলী (৪৩) নামের একজন মারা গেছেন।
প্রতীকী ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর বনানী রেলগেট সংলগ্ন রেললাইনে ট্রেনের ধাক্কায় সিকান্দার আলী (৪৩) নামের এক সাবেক ব্যাংকার মারা গেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) সানমুং মারমা জানান, আজ ভোরে বনানী রেলক্রসিংয়ের পাশে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন সিকান্দার আলী। এ সময় ঢাকাগামী উপবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এএসআই আরও জানান, সিকান্দার আলীর কাছে থাকা মোবাইলের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

সিকান্দার আলীর স্ত্রী নিলুফার ইয়াছমিন জানান, তাদের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের হাগ্রাদী শাখারিপাড়া এলাকায়। তার স্বামী একটি ব্যাংকের কক্সবাজার শাখার এরিয়া ম্যানেজার ছিলেন। গত এক সপ্তাহ আগে চাকরি ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসেন তিনি। ভোরে হাতিরঝিলে হাটতে যাবার কথা বলে বাসা থেকে বের হন সিকান্দার আলী। পরে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর পায় পরিবার।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago