নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ নারীর মৃত্যু

‘নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় সুখী আক্তার আজ ভোরে মারা গেছেন। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।’
গ্যাসের আগুনে দগ্ধ
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নারায়ণগঞ্জের ফতুল্লায় 'গ্যাস লিকেজ' থেকে বিস্ফোরণে দম্পতিসহ ৫ জন দগ্ধের ঘটনায় সুখী আক্তার (২৫) মারা গেছেন।

আজ সোমবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ডা. আইউব বলেন, 'নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় সুখী আক্তার আজ ভোরে মারা গেছেন। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ ছিল।'

এই ঘটনায় সুখীর স্বামী আলামিন (৩০) ৯৫ শতাংশ ও রফিক মিয়া (৪৫) ১২ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার দুপুর দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে দম্পতিসহ ৫ জন দগ্ধ হয়েছেন। পুলিশের ধারণা, গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল।

Comments