সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত
সিরাজগঞ্জের তারাশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মান্নান নগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীরা হলেন—নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র আলমগীর হোসেন ও সুজন হোসেন এবং মাধ্যমিক পরীক্ষার্থী সিয়াম আহমেদ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, তারা মোটরসাইকেলে সিরাজগঞ্জ থেকে নাটোরের উদ্দেশে যাচ্ছিলেন। একটি গাড়ি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে গাড়িটি চিহ্নিত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, 'পুলিশ ওই গাড়িটি চিহ্নিত করার চেষ্টা করছে। মরদেহ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হবে।'
Comments