শ্রীপুরে সুতা কারখানায় অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মেশিন-তুলা
গাজীপুরের শ্রীপুরে বিসমিল্লাহ কটেজ নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানার শেডে থাকা ৩টি মেশিন ও তুলা পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আনসার টেপিরবাড়ী এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।
মাওনা ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে জানান, সুতা তৈরির কারখানা বিসমিল্লাহ কটেজে আজ সকাল সাড়ে ৭টায় সুতা তৈরির মেশিনের মোটর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো শেডে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিন শেডে থাকা ২টি সুতার মেশিন, ১টি কম্প্রেসার, ১টি কাঠের মেশিন ও ১০ লাখ টাকার তুলা পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত করার পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
তবে কারখানা মালিক নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, অগ্নিকাণ্ডে তার কারখানায় সুতা তৈরির ৫০ লাখ টাকা মূল্যের ৩টি মেশিন ও ১০ লাখ টাকার কাঁচা মালসহ (তুলা) শেড পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে তার প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Comments