বিস্ফোরণে ভবনের পিলারে ফাটল, উদ্ধার অভিযান স্থগিত

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত ভবনের একটি পিলারে ফাটল তৈরি হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস। রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা উদ্ধার অভিযান স্থগিত রাখার কথা জানান।
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। ছবি: রাশেদ সুমন/স্টার

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ক্ষতিগ্রস্ত ভবনের একটি পিলারে ফাটল তৈরি হওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রেখেছে ফায়ার সার্ভিস। রাত ৮টার দিকে উদ্ধারকারী বাহিনীটির একজন কর্মকর্তা এই কথা জানান।

বিস্ফোরণে পাশাপাশি থাকা দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি ভবনে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে। অন্য ভবনটি উদ্ধার কাজ চলছে।

ওই কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, ফায়ার সার্ভিসের আরেকটি দল ভবনটি পরীক্ষা করবে। এর পরই উদ্ধার অভিযান পুনরায় শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ঝুঁকির কথা বিবেচনায় উপস্থিত লোকজনকে ক্ষতিগ্রস্ত ভবনটি থেকে দূরে থাকার কথা মাইকে ঘোষণা করছে ফায়ার সার্ভিস।

আজ বিকেল ৪টা ৫০ মিনিটে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীত দিকে সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে কাজ করছে। সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে আইএসপিআর জানিয়েছে। 

রাত সাড়ে আটটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণে ১৬ জন নিহত ও আরও অন্তত ১০০ জন আহত হয়েছেন। 

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

46m ago