গুলিস্তানে ভবনে বিস্ফোরণে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন: ঢামেক পরিচালক

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। 
গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে বিস্ফোরণে দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিকেল ৪টা ৫০ মিনিটে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে এ বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন অন্তত ১০০ জন।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক সাংবাদিকদের বলেন, 'এটি ভয়াবহ বিস্ফোরণ। আমরা আহতদের জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'

তিনি বলেন, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের সংখ্যা ৫০ জন করা হয়েছে।

আহতদের চিকিৎসা প্রসঙ্গে তিনি আরও বলেন, 'হাসপাতাল কর্তৃপক্ষ এখন রক্তের ব্যবস্থা করছে। ২-৩ ঘণ্টা পর জানা যাবে রক্ত লাগবে কি না।'

Comments