গুলিস্তানে বিস্ফোরণ

নিহতদের মরদেহ হস্তান্তর চলছে

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।
ছবি: রাশেদ সুমন/স্টার

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহতের মরদেহ হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

আজ মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, 'রাত ১টা পর্যন্ত ১১টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।'

রাত থেকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে অস্থায়ী বুথ বসিয়ে পুলিশের উপস্থিতে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলার অতিরিক্ত প্রশাসক কাজী হাফিজুল আমিন জানান, রাত থেকেই মরদেহ স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। নিহতদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

বিস্ফোরণে নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও আহতদের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা করে সহায়তা করা হয়েছে, বলেন আমিন।

Comments