গুলিস্তানে বিস্ফোরণ

নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর, ঢামেকে চিকিৎসাধীন অন্তত ২০

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷
ছবি: রাশেদ সুমন/স্টার

ঢাকার গুলিস্তানের সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণে নিহত ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷

আজ বুধবার সকাল ১০টায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ ও হতাহতদের জন্য ঢাকা জেলা প্রশাসনের সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুমে দায়িত্বরত এসিল্যান্ড (ক্যান্টনমেন্ট রেভিনিউ) কাওসার হামিদ৷

তিনি বলেন, 'আজ ভোররাত ২টার মধ্যে ১৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ তাদের প্রত্যেকের সুরতহাল করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বর্তমানে প্রায় ২০ জন ঢামেকের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন৷ আজ সকালে মাইনর ইনজুরির চিকিৎসা নিয়ে অনেকেই বাসায় ফিরে গেছেন।'

এই ঘটনায় মোট ১৭ জন নিহত হয়েছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০০ জন।

বিস্ফোরণে নিহত কাতারপ্রবাসী মো. সুমনের (২১) মরদেহ গতকাল রাত পৌনে ১০টায় জোর করে ঢামেক মর্গ থেকে নিয়ে যায় তার স্বজন-বন্ধুরা।

সুমনের মরদেহ ময়নাতদন্ত না করতে অনুরোধ করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। কিন্তু ময়নাতদন্তের আগে মরদেহ দিতে চায়নি পুলিশ। পরবর্তীতে সুমনের আত্মীয়-স্বজন, বন্ধু ও প্রতিবেশীসহ প্রায় ৬০ থেকে ৭০ জন এসে তার মরদেহ জোর করে নিয়ে যায়।

 

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

6h ago